Group Picnic

EVENT PLACE

Burul Bagan Bari (Partha)

EVENT DATE

2021-12-12

ABOUT THE EVENT

B3C (BONG Brotherhood Bikers Community) থেকে 12th Dec এ পিকনিক আয়োজন করা হয়েছিল , আমাদের total রাস্তা যাওয়া আসা নিয়ে 45 km কম বেশি। সকাল 8 টায় চৌরাস্তা জনকল্যাণ স্কুলের সামনে সবাই একসাথে সাক্ষাৎ করে বেরিয়ে পড়া গন্তব্যের উদ্দেশ্যে।

আমাদের রুট টা ছিল : চৌরাস্তা জনকল্যান স্কুল -> ঠাকুরপুকুর -> জোকা মেট্রো carshed ডানদিকে নিয়ে -> 75 রুট ধরে -> মুছিস থেকে বামদিকে -> পার্থদার বাগান আমরা আজ 22টা bike নিয়ে total 30 জন মিলে ride টা করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো এডমিন দের তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। এই রাইড এর review আশা করবো সবার থেকে।